ডেমরা প্রতিনিধি।।
স্বপ্নের পদ্মা সেতু দেখা হলোনা ডেমরার ৫ বছরের শিশু মো: নাসিমের। গতকাল (২৫ জুন) শনিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন নদীতে বাবা বাবুলসহ বড় ভাই ও অন্য বাচ্চাদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় নাসিমের। শনিবার বিকালে তার লাশ ডেমরায় আনার পর নিয়ম কানুন শেষে ওই রাতেই ডেমরা কবরস্থানে মৃতের লাশ দাফন করা হয়। নাসিমের বাড়ী ডেমরার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর উদ্বোধন দেখতে ওই সেতু সংলগ্ন হলুদিয়া গ্রামে চাচাতো বোনের বাড়ীতে গত শুক্রবার বাবা বাবুল, চাচা কবির ও তার দুই বছরের আপন বড় ভাই নাফিসের সঙ্গে বেড়াতে যায় শিশু নাসিম। এদিকে শনিবার দুপুরে হলুদিয়া গ্রামে পদ্মা নদীতে বাবা বাবুল তার দুই ছেলে নাফিস ও নাসিমকেসহ অন্যান্য আত্মীয়ের ৩/৪ জন বাচ্চাদের নিয়ে গোসল করতে নামে। এ সময় অন্যান্য বাচ্চাদের খেয়াল করতে গিয়ে অসাবধানতা বশত বাবুলের হাত থেকে নাসিম ছুটে গিয়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় অন্তত ১৫ মিনিট পরে নদী থেকে নাসিমের লাশ উদ্ধার করতে সক্ষম হন তার বাবা।
কান্নাভরা কন্ঠে মৃতের বাবা বাবুল জানায়, কিভাবে যে আমার হাত থেকে ছুটে গেল আমার কলিজার টুকরা নাসিম আমি টেরই পেলামনা। ছেলে হারানোর এ কষ্ট আমি কিভাবে সইবো বুঝতে পারছিনা। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছিনা।