রাজিবুল হাসান।।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। আজ (১৯ মে) বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইল ঢাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবিষয় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার আজকের সৈনিকের সাথে সেদিনের সৈনিকের সাথে তুলনা করলে হবে না। বিএনপি জামাত আর যদি অশুভ ষড়যন্ত্রের কোন নিশানা নিয়ে রাজপথ দখল করতে চায়। আমরা বঙ্গবন্ধুর সন্তানেরা এক জায়গায় দাঁড়িয়ে ওদের এমন শিক্ষা দিব, যে শিক্ষায় ওরা কোনদিন রাজপথে নামবার সাহস করতে পারবে না।
বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, যারা দেশের বিরুদ্ধে রাজনীতি করে, বিদেশিদের নিকট ধর্ণা দেয়। অর্থ বিনিয়োগ করে, যারা দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়ে যায়।তারা বিদেশে বসে ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে আমাদের আরও ত্যাগ তিতিক্ষার প্রয়োজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় প্রশিক্ষন ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুমন জাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম এবং কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগ প্রমূখ।