অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের অফিস কক্ষে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ এসা ইউসুফ এসা আলদুহাইলান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
জানাগেছে, স্বপ্নের সোনার বাংলাদেশ এগিয়ে যাওয়ার প্রত্যয় দূর্বার গতিতে এগিয়ে চলছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় পৃথিবীর সকল দেশে অবিরাম ভাবে পথ চলছেন তিনি।