কাজী সালাউদ্দিনঃ
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলায় (২৭ নভেম্বর) শুক্রবার বৈরাবেরটেক ছাত্র সংঘের উদ্যোগে ডিকফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান হামীম শিকদার শিপলু। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদক ছারো খেলা ধরো। দেশের যুবকরা যদি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তবে সর্বনাশা মাদক যুব সমাজকে ধ্বংস করতে পারবে না।তাই খেলাধুলার কোন বিকল্প নেই।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হামীম শিকদার শিপলু।উক্ত খেলায় সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম খেলার উদ্বোধক ছিলেন যুবলীগ নেতা আজিজুল হক স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা তাইজউদ্দিন ভূঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা আব্দুল নূর, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ আওয়ামী নেতৃবৃন্দগন।