নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ হতে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া এলাকায় র্যাব-১১’র মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর (৪৪) ও মোঃ সুমন (৩৫) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বসন্তপুর এলাকার মৃত আরজ মিয়া এর ছেলে এবং অপর আসামী মোঃ সুমন একই এলাকার মৃত আঃ খালেক এর ছেলে।
একই দিন সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় পৃথক ১টি মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১৪ কেজি গাঁজাসহ আরও ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: লিমন আহম্মেদ রাব্বি (২১) ও মোঃ রাশেদুল ইসলাম (২৮)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের দখল হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী লিমন আহম্মেদ রাব্বি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন মুকসুদপুর এলাকার রবিউল ইসলাম লাবু এর ছেলে এবং অপর আসামী মোঃ রাশেদুল ইসলাম নওগাঁ জেলার সাপাহার থানাধীন প্রফেসরপাড়া এলাকার মোঃ হাফিজ উদ্দিন এর ছেলে।
অনুসন্ধান জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।