অনলাইন ডেস্কঃ
গত শনিবার সোনারগাঁও উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় নৌকার মনোনয়ন চূড়ান্ত ভাবে ঘোষনা করা হয়।নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
জানাগেছে, গত শনিবার রাতে দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা মনোনয়ন বোর্ড বসে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছেন দলীয় কেন্দ্রের সিদ্ধান্ত মতে।
সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মার্কা নৌকা প্রতীকের মনোনয়নে পেলেন যারা- বর্তমান চেয়ারম্যান মোশাররফ ওমর (কাঁচপুর ইউনিয়ন পরিষদ), ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম (পিরোজপুর ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- নাছির মেম্বার (শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল (বারদী ইউনিয়ন পরিষদ), নতুন মুখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেন (নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- হুমায়ন মেম্বার (জামপুর ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ (সনমান্দি ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা (সাদিপুর ইউনিয়ন পরিষদ)।
আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্তে উল্লেখীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।