নিজস্ব প্রতিবেদক◊◊
সোনারগাঁও সবজির আড়ালে ৪০ কেজি গাঁজা ও লোডকৃত মালবাহী পিকআপ জব্দ সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ ঘটিকার সময় র্যাব-১১ সিপিএসসি’র আদমজীনগর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদেরকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো :- মোঃ হাসান মোল্লা (২৫), পিতা- মোঃ আশ্রাব মোল্লা, সাং- ভরপাশা (মোল্লা বাড়ি), থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এবং মোঃ মিলন মোল্লা (৩২), পিতা- মোঃ জালাল মোল্লা, সাং- বর্ণী, ইউপি- বর্ণী, থানা- টুংগীপাড়া, জেলা- গোপালগঞ্জ ।
অনুসন্ধান জানাগেছে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান মোল্লা (২৫) এবং মোঃ মিলন মোল্লা (৩২) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মোঃ হাসান মোল্লা (২৫) ও মোঃ মিলন মোল্লা (৩২) কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সবজি পরিবহনের আড়ালে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে র্যাব-১১’র এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার সকালের কাগজ এর এক বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুতরাং এধরনের মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।