সোলায়মান হাসান,নারায়ণগঞ্জ:
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই ভূঁইয়ার পরিবার আবারো কমিটিতে উপেক্ষিত । বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দলের দুর্দিনে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের বাবা প্রয়াত আবুল হাসনাত ও সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হাই ভূঁইয়া। বর্তমানে দলকে সুসংগঠিত করার লক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন আবদুল্লাহ আল কায়সার ও আব্দুল হাই ভূইয়ার ছেলে আহসান হাবীব টিপু। দলের বিভিন্ন কর্মসূচীতে এগিয়ে থাকলেও পিছিয়ে রেখেছেন আওয়ামীলীগের পদ পদবীতে। সম্প্রতি দু’ দফায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন হলেও দ্বিতীয় দফায় হাসনাত পরিবারকে মূল্যায়ন করা হলেও কোনটাতেই আব্দুল হাই ভূইয়ার পরিবারের কোন সদস্যকে রাখা হয়নি। নেতাকর্মীরা জানান, কমিটিতে অনেকেই পদ পেয়েছেন তাদের কর্মকান্ড নিয়ে প্রশ্ন রয়েছে। জানা যায়, পূর্বে ঘোষনা করা আহবায়ক কমিটিকে পূর্ণ বিন্যাস করে সোমবার এ কমিটিতে এডভোকেট শামসুল ইসলাম ভূইয়াকে আহ্বায়ক ও সাবেক সাংসদ আবদুল্লাহ্ আল কায়সার এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল। সোমবার এ আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো: শহীদ বাদলের স্বাক্ষরিত অনুমোদিত এ কমিটি সোমবার দিনভর সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়। কমিটি অন্য সদস্যরা হলেন ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, মো: মোশারফ হোসেন, এস এম জাহাঙ্গীর হোসেন, শামসুদ্দীন খাঁন আবু, বাবুল ওমর, আরিফ মাসুদ বাবু, মাহমুদা আক্তার ফেন্সি, মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, মোস্তাফিজুর রহমান মাসুম, মোঃ জহিরুল হক, মাহবুব হোসেন সরকার, এডভোকেট আবু তাহের ফজলে রাব্বি, এডভোকেট ইকবাল হোসেন, লায়ন মোঃ মাহাবুর রহমান বাবুল, মোঃ মাহাবুর রহমান লিটন ও গাজী মজিবুর রহমান। ২০১৯ সালের ১৫ জুলাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটি গঠন করে দেন। ওই কমিটিতে সোনারগাঁও আওয়ামীলীগের বিশাল একটি অংশ বাদ পড়ে যায়। ফলে ওই কমিটি নিয়ে প্রতিবাদসভা হয়। পরবর্তীতে গত ২২ মার্চ কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় ওই কমিটিতে আরো সদস্য যুক্ত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে হাসনাত পরিবার মূল্যায়ন হলেও বাদ পড়ে যায় আব্দুল হাই পরিবার। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার লক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির পুন বিন্যাস করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আহবায়ক কমিটি সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উদযাপন করবেন। তবে আওয়ামীলীগের পূনাঙ্গ কমিটির সময় আওয়ামী পরিবারের সদস্যকে মূল্যায়ন করা হবে।