নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত করা হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে অমর একুশে ফেব্রুয়ারির আগাম প্রস্তুতিমুলক সভার উদ্যোগ প্রকাশ করেন তিনি। উক্ত সভার আয়োজন কালে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান, সোনারগাঁও আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম নান্নু , আরো উপস্থিত উপজেলার প্রাথমিক শিক্ষক মন্ডলি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ শ্রেনী পেশার লোকজন প্রমূখ ।
এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে বিশ্বের প্রতিটি দেশে। এবং আমরাও উপজেলার সকল শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেনী পেশার মানুষদেরকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভাষা দিবস পালন করা হবে। সুতরাং এ উপজেলার শিক্ষার্থীদের লেখার-পড়ার মান উন্নয়ণে তাঁরা কতটুকু ভুমিকা রেখেছে, সে বিষয়ে মেধা তালিকা ও হাতের লেখা ভালো হওয়ার তালিকা করে, প্রতিটি স্কুল শিক্ষার্থীদেরকে তিনজন করে বাছাই পর্বে ওই অনুষ্ঠানে প্রাইজ বিতরণ করা হবে বলে জানান তিনি।