অনুপ সিংহ,নোয়াখালীঃ
নোয়াখালী সোনাইমুড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকেল ৫টার গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে এস আই রেজাউল করিম, এ এস আই সোহেল রানা, এ এস আই আবদুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে প্রধান আসামী আবদুর রব কে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল উপজেলার পশ্চিম বজরা গ্রামের এক রিকশা চালকের কিশোরী মেয়ে (১১) বিকাল ৫টার দিকে ওই গ্রামের একটি দোকানে মোবাইল মিনিট কার্ড কিনতে যায়। দোকান থেকে ফেরার পথে একই গ্রামের বাকের মিয়ার বখাটে ছেলে আবদুর রব (২৩) তার গতি রোধ করে রাস্তায় দাঁড় করিয়ে রাখে। পরে পশ্চিম বজরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিপা (২৮), এসে উভয়ে তার মুখে গামছা পেঁছিয়ে কাচারী স্কুলের পাশে ধানখেতে নিয়ে যায়। একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালা উদ্দিন (২৯), এ ঘটনা পাহারা দেয়। আর বখাটে আবদুর রব ও রিপা তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত্রেই কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত ৩ জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।