ডেমরা প্রতিনিধি :
ডেমরায় বিনামূল্যে সর্বাধিক মানুষের মাঝে চিকিৎসা ও ঔষধ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মেডিকেল ডিটাচমেন্ট সিএমএইচ ঢাকা”র পরিচালনায় এবং লজিষ্টিকস এরিয়া বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। শীতকালীন প্রশিক্ষন নবদিগন্তের ২০২১/২২ এর আওতায় ঢাকা সিএমএইচ এর পক্ষ হতে এবং লে: কর্নেল মো: আব্দুর রহিম এর নেতৃত্বে মেডিকেল ডিটাচমেন্ট বিনামূল্যে এ চিকিৎসা সহায়তা প্রদান করে আসছেন। গত সপ্তাহেও ডেমরা ও নারায়নগঞ্জে প্রায় এক হাজার পাঁচশত মানুষের মাঝে এ চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরন করা হয়েছে। লে: কর্নেল মো: আব্দুর রহিম জানায় সাধারন মানুষের মাঝে চিকিৎসা ও ঔষধ সহায়তা প্রদানের লক্ষ্যে ১৩ জানুয়ারী পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।