প্রকাশ সরকার সুমন।।
রাজধানীর ডেমরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন আল-মোস্তফা সমাজ কল্যাণ সংস্থা ও ডেমরা তরুণ সংঘের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ-২০২২ কর্মসূচী পালন করা হয়েছে। ডেমরা ভলান্টিয়ার্স এর তত্বাবধানে স্থানীয় আব্দুল খালেক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা ও বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় বৃহস্পতিবার বিকালে পৃথকভাবে বামৈল বাজার ও মা মেমোরিয়াল মডেল একাডেমীতে এসব কর্মসূচী পালন করা হয়। এ সময় ৫ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুই জন অসহায় নারীকে সাবলম্বী করতে দু’টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ভলান্টিয়ার্স, বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও আব্দুল খালেক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন। বামৈল বাজার এলাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল মোস্তফা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান ও মা মেমোরিয়াল একাডেমীতে সভাপতিত্ব করেন ডেমরা তরুণ সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক নাহিদ কামাল। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, বামৈল উত্তর ইউনিট আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন,আল মোস্তফা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জি.মো. ওয়াদুদ মিয়া প্রমূখ।