সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত মিশু অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সাফিনাজ রোকসানা (৪৫) নামের এক শিক্ষকের।
ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ নামক স্থানে।নিহত শিক্ষক সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী ও ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় মিশু অটো যোগে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। মিশুঅটোটি ঘটনাস্থল পৌচ্ছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষক সাফিনাজ অটো হতে সড়কে ছিকটে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার জানান, অনেক আগে তার মৃত্যু হয়েছে।
থানার ওসি মো. মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল রিপোর্ট করেছে। এনিয়ে থানায় ইউটি মামলা হয়েছে।