সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিবনগর দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আব্দুল বারী, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, থানার সেকেন্ড অফিসার মো. আবুু তালেব মিয়া, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আহসানুল হক চাঁন, বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হক বাবলু, মো. সিরাজুল ইসলাম প্রমূখ।
পরে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. ওমর ফারুক। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।