হযরত বেল্লাল,সুন্দরগঞ্জ♦♦
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মমিন মন্ডলের বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে সমিতির অস্থায়ী কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সভাপতি ও কাশিম বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খ. ম আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সাধারণ ও বেলকা মসজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুল মমিন মন্ডল, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেন, ছাপড়হাটী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, উজান তেওড়া টি ইউ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী মিয়া, বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আলতাফ হোসেন, ধাপাচিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, ধনিয়ার কুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছালেমা বেগম ও ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ। পরে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মমিন মন্ডলকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন সমিতির সদস্যবৃন্দ। শেষে উপজেলা নিবার্হী অফিসার বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্ট সমস্যা সমাধান নিয়ে দিকনির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।
Tags: মাধ্যমিক