সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
“সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে প্রাণি সম্পদ অফিসার ড. মোছাঃ সুমনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোজাম্মেল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ রায়াল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, কোম্পানির প্রতিনিধি সুরঞ্জিত সরকার প্রমূখ।
সভায় কমপক্ষে ৫০ জন কোম্পানির প্রতিনিধি, কৃত্রিম প্রজনন কর্মী, টিকাদান কর্মী ও এলএসপি উপস্থিত ছিলেন।
Tags: সুন্দরগঞ্জ