গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে বিরোধী জমির আধাপাকা বোরো ধান কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষ। এনিয়ে সংঘর্ষে একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের আব্দুল জলিল মিয়ার সাথে প্রতিবেশি আবুল হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। বিরোধী জমি দীর্ঘদিন ধরে আব্দুল জলিলের দখলে রয়েছে। তিনি ওই জমিতে বোরোধান চাষ করেছেন। ইতোমধ্যে ধান আধাপাকা হয়েছে। এরই এক পর্যায় রোববার বিকালে প্রতিপক্ষ আবুল হোসেনের লোকজন লাঠিসোডা নিয়ে বিরোধী জমির ধান কেটে বিনষ্ট করে। এতে বাঁধা প্রদান করলে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আব্দুল জলিল বলেন, বিরোধী জমি তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন হতে ভোগ দখল করে আসছেন। হঠাৎ করে প্রতিপক্ষ অংশ সূত্রে জমির মালিক দাবি করে আধাপাকা বোরোধান কেটে বিনষ্ট করে। এনিয়ে আবুল হোসেনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে থানায় এজাহার জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা করা হবে।