সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি◊◊
“নিরাপদ মাতৃত্ব ,পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলা মডেল তারাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মেডিকেল অফিসার (এসসিএইচ-এফপি) ডাক্তার মো. আতিকুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, ঘগোয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক , ইউপি সদস্য মিঠু মিয়া প্রমূখ।
সেবা সপ্তাহ চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলাসহ প্রতিটি পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ সেবা কায়ক্রম চলমান থাকবে। মা ও শিশু, কৈশোরকালিন সেবা, পুষ্টি সেবা, পরিবার কল্যাণ সেবা, উঠান বৈঠকের আয়োজন রয়েছে।