সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষা অফিসার আশিকুর রহমান, এসআই নুরুজ্জামান সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, মন্জু মিয়া, মেহেদী মোস্তফা মাসুম, ইব্রাহিম খলিলুল্লাহ, আব্দুল জব্বার, শামসুল হুদা সরকার, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশারফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, উপজেলা আনসার বিভিডির প্রতিনিধি জনাব আলী, এনজিও প্রতিনিধি ডলি সুলতানা প্রমূখ। সভায় বন্যার আগাম প্রস্তুতি ব্যাপক আলোচনা করা হয়।