সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ যানবাহন ট্র্যাক্টরের (কাঁকড়া) ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক ব্যবসায়ী রাজ হোসেনের (১৬)।
দূর্ঘটনাটি ঘটেছে রোববার (৫ জানুয়ারি) সকালে রংপুর-সুন্দরগঞ্জ সড়কের উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শশ্বাণ নামক স্থানে। রাজ হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে। ব্যবসার সুবাদে সে বামনডাঙ্গা অবস্থান করছিল। সে গ্রামে গ্রামে ঘুরে নারী-পুরুষের মাথার চুল কিনত।
জানা গেছে, চুল কিনার জন্য সে রোববার সকালে মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্র্যাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে বামডাঙ্গা তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এর ফাঁকে ট্র্যাক্টর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।