সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও মনোরম পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারে নির্বাচনের রসায়ন পাল্টে গেছে। নির্বাচনে ২৭ হাজার ১১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পাটির মনোনিত প্রার্থী মো. মোস্তফা মহসিন (লাঙল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. খয়বর হোসেন সরকার (হেলিকপ্টার) পেয়েছেন ২১ হাজার ৯১৮ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জয়ন্ত কুমার দাস ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পাটির মনোনিত মো. আমিনুল ইসলাম সাজু ( লাঙল) পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে মোছা. ছালমা আক্তার ( কলস) সর্ব্বোচ ৩১ হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল্পনা রানী গোস্বামী পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট। মোট প্রদত্ত ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ৩১ জন এবং ভোটার উপস্থিতি ছিল ২৫.১১ ভাগ।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৯টি। ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১ হাজার ২২টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ১৫৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। তুলনামুলকভাবে নারী ভোটারের সংখ্যা বেশি।
Tags: সুন্দরগঞ্জ