সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় আক্রান্ত পশুদের জন্য খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের আত্ততায় (এফএও) বেলকা ও শ্রীপুর ইউনিয়নে ৫৯০ প্যাকেট করে ১ হাজার ৯০ প্যাকেট পশুর খাদ্য বিতরণ করা হয়। যা আক্রান্ত পশুর তুলনায় একবারেই অপ্রতুল।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা প্রাণি সমপদ অফিসার ড. মোছা সুমনা আক্তার, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমুখ। পরে পশুর মালিক ও খামারিদের মাঝে খাদ্যের প্যাকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
