সীমান্তে সবুজ মিয়া নামে ২২ বছরের যুবককে গুলি করে হত্যার নিন্দা জানিয়ে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ৩৬ ঘণ্টায় দুই জন বাংলাদেশীকে হত্যা করে ভারতীয়রা ভয় দেখাতে চায়। কিন্তু ৫ আগস্ট আমরা আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জন করেছি। আর আমাদের ভয় নেই, কারণ ভারতের দালাল গদীতে নেই। ভারতকে মনে রাখতে হবে,ড. মুহাম্মদ ইউনূস কিন্তু শেখ হাসিনা না।
তিনি আরও বলেন, সরকারকে কুটনৈতিক কায়দায় প্রতিবাদ জানাতে হবে। পাশাপাশি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক ফোরামে বিচার চাইতে হবে।
নাগরিক পরিষদের আহবায়ক আরও বলেন, সরকারকে মনে রাখতে হবে, সীমান্তে হত্যা মেনে নেয়ার অর্থ মাথানত করা। চোখে চোখ রেখে সমঅধিকার আর মর্যাদার ভিত্তিতে বেঁচে থাকতে শিখিয়েছে জুলাই শহীদরা। কোটি কোটি যুবক আধিপত্য রোধে লড়াই করতে সচেষ্ট। ভয় নেই। মাথা উঁচু করে পৃথিবীর বুকে বেঁচে থাকতেই জুলাই অভ্যুত্থান আর আগস্টের বিজয়ে ছাত্র—জনতার রক্ত ও জীবন দান।