নিজস্ব প্রতিবেদক।।
সিলেটে পানিবন্দী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের জান-মালের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী দুর্ভোগকারীদের পাশে দাঁড়িয়ে ব্যাপক ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
জানাগেছে, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বন্যার পানি ঢুকে পড়েছে সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুতের গ্রিড লাইনের সাব স্টেশনে। এতে পুরো সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও বিদ্যুৎ বিভাগ।
গতকাল শুক্রবার (১৭ জুন) দুপুর থেকে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের চারপাশে বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন সিলেট সেনানিবাসের সেনা সদস্যরা। এছাড়া সিলেট সিটি করপোরেশনের সাকার মেশিন দিয়ে বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে পড়া পানি শুকানোর চেষ্টা করা হচ্ছে।
গ্রামবাসীদের দুর্ভোগের পরিস্থিতি মোকাবেলায় মানুষের উদ্ধার ব্যবস্থা ও নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমন পানিবন্দী এলাকাবাসীর জন্য সচেতন মহলের এগিয়ে আসার প্রত্যয় জ্ঞাপন করা হলো।