বিনোদন ডেস্ক♦♦
খেয়ালী’র পথ,পঞ্চাশের পথে।”সুন্দরের প্রত্যাশায় পথচলা” এই স্লোগান নিয়ে মর্যাদাবোধ সম্পন্ন, মানবিক, মানবসমাজ গঠনের লক্ষ্যে খেয়ালী নাট্য গোষ্ঠী সংগঠনটির সুবর্ণজয়ন্তী উদযাপনকল্পে আগামী ৭, ৮ ও ৯ মার্চ ২০২৪ বৃহস্পতি, শুক্র এবং শনিবার মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজউদ্দীন খান স্মরণে তিনদিনব্যাপী কাঙাল কবীর ৯ম পথনাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ এড সানজিদা খানম এমপি এবং উদ্বোধক হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি- লেখক, গবেষক গোলাম কুদ্দুছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত ৫২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রুহুল আমীন এবং খেয়ালীর প্রধান পৃষ্ঠপোষক আহমেদ আলী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছে — খেয়ালী নাট্য গোষ্ঠী, মৈত্রী থিয়েটার, বাঙলা নাট্যদল, রঙপীঠ, থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ, চন্দ্রকলা থিয়েটার, নাট্যযোদ্ধা, বিবেকানন্দ থিয়েটার, মাইম আর্ট, উৎস নাট্যদল, কথক থিয়েটার, সুরতাল সংগীত একাডেমি।