বিনোদন ডেস্ক♦♦
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকার আক্তারুজ্জামানের পরিবারের একমাত্র আদরের ছেলে আরাফুজ্জামান সিয়ামের ১৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে শুভ জন্মদিনটি পালন করা হয়।
গত (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ২০২৩ সালের এই দিনে বাবা-মায়ের আদরের সূর্য সন্তান হিসেবে ‘ছিয়াম’ পৃথিবীতে আলোড় মূখ দেখেনে।তিনি ১৫ বছর পূর্তি হয়ে ১৬ বছরে অতিক্রম হতে চলেছেন। সিয়াম রাজধানীর সামছুল হক খান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র।
জানাগেছে, আক্তারুজ্জামানের পরিবারে দুই মেয়ে এক ছেলে, তাঁর মধ্যে ছিয়াম পরিবারের একমাত্র আদরের মেজ ছেলে। বাবা-মায়ের স্বপ্ন পরিবারের তিনটি সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। মানুষের মতো মানুষ বানিয়ে’শিক্ষাই জাতির মেরুদন্ড, হিসেবে গড়ে তোলার প্রত্যয়।
সিয়ামের বাবা-মা দৈনিক সকালের কাগজকে জানান, আমার পরিবারে মহান আল্লাহ’র নেয়ামত তিন সন্তান দান করছেন। সবচেয়ে এটি আমি কৃতজ্ঞ ও প্রাপ্তির একটি অংশ হিসেবে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ’র নিকট। সুতরাং আমার তিনটি সন্তান-প্রথমে বড় মেয়ে লামিয়া, দ্বিতীয় ছেলে সিয়াম ও ছোট মেয়ে এশা আক্তার নহা। আজকের অনুষ্ঠানে জাকে নিয়ে শুভ জন্মদিনের আয়োজন তিনি হলেন ‘একটি মাত্র ছেলে সিয়াম,। সুতরাং এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্যে। কাজেই আমরা একজন পিতা-মাতা হিসেবে তাঁদেরকে ভালো একটি লক্ষ্যে পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব বলে মনে করেন তিনি।
সিয়াম বলেন, আমি রাজধানীর সামছুল হক খান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে। উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করে। আমি একজন ডাক্তার হতে চাই! এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই !