সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে গণমানুষের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নেতৃত্বে জালকুড়ি ৯নং ওয়ার্ডে বিশাল এক কর্মীসভার আয়োজন করা হয়েছে।সিটি করপোরেশনের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৯ হিসেবে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে অনেক কোন্দল দেখা দিয়েছে ।উপস্থিত কর্মীসভায় নেতাকর্মীদের সম্মূখে এক বক্তাব্য সূত্রে ওয়ার্ডের এক যুবলীগ নেতা মিজান নামে তিনি ক্ষোভের মাতম সৃষ্টি করেছেন ।তাঁর ভাষ্যমতে এ ওয়ার্ডের আওয়ামলীগ নেতারা স্বার্থের পাগল। কারণ এ ওয়ার্ডেের অনেক নেতারা মৃত্যুবরণ করেছেন কিন্তু তাঁদের কেহ স্মরণে রাখে না।
গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত একটানা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতে জালকুড়ি পুরান পাসপোর্ট অফিস সংলগ্নে এক কর্মীসভা অনুষ্ঠীত হয়।এসময়ে অনুষ্ঠানের বিতর্কীত সভাপতি বদিউজ্জামান বদু সভার দায়িত্ব পালন করেন।
জানাগেছে, বর্তমান ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিলের দায়িত্বক্রমে এ কর্মী সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাদ শহিদ মোঃ বাদল ,নারায়ণগঞ্জ মহাহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি), সিদ্ধিরগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু , সিদ্ধিরগঞ্জ থানার আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি সামাদ বেপারী সহ বিভিন্ন আওয়ামীলীগের সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপস্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা বক্তাব্যয় বলেন,নারায়ণগঞ্জে আওয়ামীলীগ যখনই নেতাকর্মীদের ডাক দেওয়া হয়। তখনই লাখো লাখো আওয়ামীলীগের কর্মীরা উপস্থিত হয়। কিন্তু আজকের ৯নং ওয়ার্ডে তেমন কোন সাধারণ জনতার দেখা মেলেনী। প্রায় মাত্র দুই শতাধিক মানুষের উপস্থিতি দেখা গেছে। এবং এ ওয়ার্ডে আওয়ামীলীগের তেমন একটি শক্তি পাওয়া যায়নি। কারণ আওয়ামীলীগ হয়ে, আওয়ামীলীগ নেতাদের মধ্যে একাত্ব-বদ্ধ পাওয়া যায়নি।
তাঁরা বলেন, কাজেই এই ওয়ার্ডেের আওয়ামীলীগের আরো শক্তিশালী হতে হেব। সকলের একাত্রিত ভাবে কাধে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।
আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আমরা একটি পরিবর্তন চাই। সেই লক্ষে আগামী দিন গুলোতে সকলের ভালো ভাবে কাজ করে যেতে হবে।সুতরাং যদি আমরা শামীম ওসমান ও আওয়ামীলীগকে ভালোবাসি তাই। শামীম ওসমানের হাতকে আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে হবে।আপনারা যেনে থাকবেন। শামীম ওসমান মানেই বাংলাদেশের একজন জতীয় নেতা। এটি সর্বসময়ে মাথায় রেখে, একাত্ম-বদ্ধ ভাবে কাজ করে যেতে হবে ।