মো:ফারুক হোসেন,সিদ্ধিরগঞ্জ থেকেঃ
সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার বাপ্পি(৭) পিতা রিপন, সাং হিরাঝিল, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জের এক শিশু। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় হিরাঝিল মজু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসার দ্বিতীয় তলায় সিঁড়ি থেকে লাফ দিয়ে যাওয়ার সময়। নিচ তলায় পরে এক পর্যায় বাপ্পি নামের শিশুটি গুরুত্বর দুর্ঘটনার স্বীকার হন বলে জানাগেছে। তাঁর বাড়ির সরেজমিন ঘুরে দেখা গেছে নিচ-দ্বিতীয় তলা পর্যন্ত কোন প্রকার সিঁড়ির রেলিং দেখা যায়নি। যাহার প্রেক্ষিতে এধরনের দুর্ঘটনার স্বীকার হন সাত বছরের বাপ্পি নামের শিশুটি।
এলাকাবাসীর মতে জানাগেছে, সাত বছরের বাপ্পি নামের শিশুটির অনেক চঞ্চ্যল হওয়ার কারণে, সিঁড়ি থেকে লাফিয়ে ওভার টেক হওয়ার সময়, দ্বিতীয় তলা থেকে নিচ তলায় পরে মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন। এসময় খবর পেয়ে তাঁর পরিবার-পরিজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)’কে ভর্তিরত অবস্থায় আজ শনিবার সকাল নয়টায় মৃত্যু’র সংবাদ নিশ্চিত করেন তাঁরা।
এবিষয়ে বাপ্পির খালা শিপ্লার সাথে কথা বলে জানাগেছে, বাপ্পিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে। সেখানে ছেলেটির মৃত্যু’র সংবাদ নিশ্চিত করেন ডাক্তার। এখন তাঁর মরদেহ তাঁদের গন্তাব্য স্থানে নিয়ে আসবে বলে জানান তিনি।
এবিষয়ে বাড়ির মালিক মজু নামের ব্যক্তিকে ঘটনাটি জানার চেষ্টা করলে এবং তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে কোন প্রকার রিসিভ করেননি তিনি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ (ওসি) মো: মশিউর রহমান জানান, বাপ্পি নামের শিশুটি’র দুর্ঘটনায় আমি অনেক মর্মাহত । যেহেতু মানুষ মরনশীল ? কিন্তু এধরণের মৃত্যু’র ঘটনা শুনে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে। তবে তাঁর মৃত্যু’র ঘটনাটি নিশ্চিত হয়েছি বলে জানান তিনি।