সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ নতুন বাজার এলাকায় ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেন র্যাব।গতকাল (২৫ জুন) শুক্রবার রাত ৮ ঘটিকায় র্যাব-১১’র একটি আভিযানিক দল নতুনবাজার সাকিনস্থ হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে। ফুটপাত দোকান হতে চাঁদাবাজি করার সময় ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১১৮২৫ টাকা এবং চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: আল-আমিন (২৭) , জেলা নারায়ণগঞ্জ।মিজানুর রহমান মিজান (২৪), জেলা নারায়ণগঞ্জ ও সজিব ভুইয়া (২০) , জেলা নারায়ণগঞ্জ।
জানা যায়, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২০০-৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ সম্রাট তালুকদার জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।