সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নতুন ওসি যোগদান করার পরপরই বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের চিরুনি অভিযান তার নেতৃত্বে অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত ৯ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত মো: মশিউর রহমান পিপিএম-বার অফিসার ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা। তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ ও অফিসার ফোর্সদের নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা হইতে। থানা এলাকার বিভিন্ন স্থানে, মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ৬ষ্ঠ দিনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করা কালীন সময়ে জিআর পরোয়ানা ভূক্ত আসামী সাগরকে ধনকুন্ডা, চেয়ারম্যান অফিস তাহার বাসা হইতে গ্রেফতার করা হয়, জিআর পরোয়ানা ভূক্ত আসামী মফিজুলকে জালকুড়ি পশ্চিম পাড়া তাহার নিজ বাসা হইতে গ্রেফতার করা হয়।জিআর পরোয়ানা ভূক্ত আসামী মোঃ বাবুল @বাবুকে উত্তর আজিবপুর তাহার নিজ বাসা হইতে গ্রেফতার করা হয়।
জিআর পরোয়ানা ভূক্ত আসামী মুসাকে উত্তর আজিবপুর তাহার নিজ বাসা হইতে গ্রেফতার করা হয়।সিআর পরোয়ানা ভূক্ত আসামী মোঃ ফরহাদ মিয়া(৪৩)কে কদমতলী তাহার নিজ বাসা হইতে গ্রেফতার করা হয় এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহকারে মাদক ব্যবসায়ী শান্ত(২২)’কে সিদ্ধিরগঞ্জ থানাধীণ উত্তর আজিবপুর সাকিনস্থ রেললাইন সংলগ্ন জনৈক মতির বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন। মাদক সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, আমি সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পরপরই বিভিন্ন প্রকার মামলার জট। এবং এলাকায় বিভিন্ন প্রকার মাদক সম্রাট, সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আসামী গ্রেফতারের চিরুনি অভিযান ৬ষ্ঠ দিনে চলমান রয়েছে। এবং আগামী অদূর ভবিষ্যতেও অপরাধ মূলক কর্মকান্ড নিয়ে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।