সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নং ওয়ার্ড পূর্ব পাইনাদী সিআই খোলা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্খা রয়েছে । গতকাল মঙ্গলবার আবারও কামাল হোসেনের ক্রয়কৃত জমির উপরে সাহাবুদ্দিন জোরপূর্বক ট্রাক দিয়ে বালু ভরাট ও টিন সেট দিয়ে বেড়া এবং ইট দিয়ে কাজ করার চেষ্টা করছে। এ ব্যাপারে কামাল হোসেন( ৫০) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী ও উক্ত জমির উপর ১৪৫ জারি করা হয়।সাধারণ ডায়েরী নং-১৪৪২ অভিযোগকারীরা হলেন, মফিজ হোসেন মজুু (৩৫) পিতা: মৃত সাইজুদ্দিন ,শাহাবুদ্দিন (৪৫) পিতা : রুহুল আমিন, অলিউল্লাহ (৫৫) পিতা: মৃত আঃ জলিল, সর্ব সাং- পাইনাদী, সিদ্ধিরগঞ্জ ,নারায়নগঞ্জ।
কামাল হোসেন জানান, ক্রয়কৃত জমির উপর জোর পূর্বক কাজ করিলে, আমি বাধা দিলে আমাকে উপরে উল্লেখিত বিবাদী গন বিভিন্ন সময়ে হুমকি ধামকী দিয়ে মেরে ফেলার ভয়-ভীতি প্রর্দশন করেন। এবং অকথ্য ভাষায় গালিগালাজ।
তিনি আরও বলেন, আমার ক্রয়কৃত জমির উপর মফিজুল ইসলাম ও সাহাবুদ্দিন জোরপূর্বক ট্রাক দিয়ে বালু ভরাট ও ভাসমান দোকান রেখে টিন সেট বেড়া দিয়ে দখলের পায়তারা করছে, কিন্তু এই জমি নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছে সাহাবুদ্ধিন এর সাথে। মামলা নং ২৭৪/২০১৪ ইং সনে ১ম যুগ্ন জেলা জজ নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান এবং হাইকোট মামলা নং-৮৮৭/০১৫,এমতাবস্থায় মামলা চলাকালীন সময়ে হঠাৎ করে বিবাদীগন জমিটি দখলের চেষ্টা করছে বিধায় ফৌজধারী দন্ড বিধি ১৪৫ জারি করা হয়।সিদ্ধিরগঞ্জ থানায় জিডি ও এসপি বরাবরে একটি অভিযোগ করা সত্তে¦ ও কোন প্রকার তোয়াক্কা করছে না। উক্ত বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সাধারন ডাইরী করলে এ এস আই কাজল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে দেখে বালু ভরাট করে,টিন বেড়া ও ইট দিয়ে কাজ করতে দেখে ১৪৫ জারি করা হয়। শান্তি শৃঙ্খলা ভঙ্গ যাতে বিনষ্ট না হয় সেভাবে ১৪৫ ধারা জারি করেন উক্ত জমির উপর।