সিদ্ধিরগঞ্জ প্রতনিধিঃ
সিদ্ধিরগঞ্জ সোনামিয়া নতুন বাজার এলাকা হতে ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।গত শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার সময় র্যাব-১১’র অভিযানে সোনামিয়া নতুন বাজার সাকিনন্থ আদমজী এ্যাকটিভ হাই স্কুল এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা কালে নগদ অর্থসহ হাতে-নাতে ৩ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাহিদ হাসান (২৮), মোঃ বিল্লাল হোসেন (৩৬) ও মোঃ রফিকুল ইসলাম (৪২)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৬,৪৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া নতুন বাজার সাকিনন্থ আদমজী এ্যাকটিভ হাই স্কুল এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।