নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র্যাব। জানাগেছে, র্যাব-১১’র সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৯৯০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময়ে তাঁদের কাছ থেকে ক্রয়-বিক্রয়ের নগদ অর্থও সঙ্গে পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলো- মো: নাহিদ হাসান (২৭), মো: রহিম শাহরুখ (২৪) ও মো: সোহেল (২০)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানাযায়, আসামী মো: নাহিদ হাসান ও মো: রহিম শাহরুখের বাড়ি সিদ্ধিরগঞ্জ আদমজী নতুনবাজার ৩নং বালুর মাঠ বিহারীপট্টি এলাকায়। অপর আসামী মো: সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানাধীন জামলা এলাকায়। তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ-ঢাকা ও আশপাশের এলাকায় অভিনব পন্থায়। নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় সরবরাহ করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে ওই সকল ব্যবসায়ীরা সম্পূর্ণ ঘটনা স্বীকার করে থাকেন।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।