এস কে মাসুদ রানা:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নংওয়ার্ডে ৬৮ লাখ টাকা ব্যায়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে বিশেষ দোয়া‘র মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাসিক ১ নংওয়ার্ডের কাউন্সিলর হাজী ওমর ফারুক ও সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফর।
নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের সিআইখোলা হাজীনগর মোশাররফ হোসেনের বাড়ি থেকে কালাহাদিয়া মসজিদ হয়ে নুরু মিয়ার বাড়ি পর্যন্ত ৩ শত ২৫ মিটার এ কাজ করা হবে জানা গেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেন, সিরাজুল ইসলাম, হাজী আহমদ উল্যাহ, সামসুল ইসলাম, নুরু মিয়া, আব্দুল হান্নান, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, মামুন ও সাগরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, মোঃ হাবিবুল হাসানের মালিকানাধীন মেসার্স খাজা ট্রেডার্স এ কাজের কার্য্যাদেশ পায়। এতে নির্মাণ কাজে ব্যয় ৬৮ লাখ টাকা ধরা হয়েছে।