সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড আটি ওয়াবদা কলোনি এলাকায় ১৪৫০ টি বয়লার মুরগির মৃত্যু হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, স্বপন পোল্ট্রি ফার্মের ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১৪৫০ টি বয়লার মুরগি ফুসফুসে রাসায়নিক বিষক্রিয়া জনিত কারণে মারা যায়। ফার্মের মালিক শামসুদ্দিন মোল্লার পুত্র সেলিম মোল্লা বলেন , আমি বয়লার মুরগির ডিলার । আমার ফার্মে সব সময় ২/৩ হাজার মুরগি থাকে। গত ১১-৭ – ২০২২ ইং তারিখে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফার্মের ৭০০ মুরগি মারা গেছে। পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী মুরগি মারা যেতে থাকে। সর্বমোট ১৪৫০ টি মুরগি মারা যায়। মৃত্যুর কারণ জানার জন্য আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখি। ফুটেজে আঁটি ওয়াবপদা কলোনি এলাকার (১) রিপন (৩০) পিতা -ফরিদ (২) নাজমুল (১৭) পিতা -অজ্ঞাত (৩) ইয়াসিন (১৬) পিতা-মোঃ শফিকুর , পোল্ট্রি ফার্মের আশেপাশে ঘুরাফেরা করছে। তাদের একজনের হাতে একটি প্যাকেট যা সে ফার্মের নিচে রেখে যায়। পরের দিন ইয়াসিনকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করলে সে তিনজনের নাম বলে ।একই এলাকার ইদ্রিস আলীর পুত্র সোহরাব ও মকবুলের নির্দেশে তারা ফার্মে বিষের প্যাকেট রেখে যায় বলে জানায়। নারায়ণগঞ্জ জেলা ভেটেনারি হাসপাতালের সিনিয়র ডাক্তার ও সার্জন মৃত মুরগির পোস্টমর্টেম রিপোর্ট করে জানায় রাসায়নিক বিষক্রিয়ার বয়লারের মুরগির ফুসফুসে মারাত্মক ক্ষতির কারণে মুরগিগুলো মারা যায়। সেলিম মোল্লা জানান, সোহরাব তার ব্যবসায়িক প্রতিপক্ষ হিসেবে হিংসার বশীভূত হয়ে তার তিন লক্ষ টাকার মুরগি বিষ প্রয়োগে মেরে ফেলেছে। সেলিম মোল্লা নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানা এস আই মোকলেছ ঘটনা স্থলে এসে তদন্ত করেন ও তিনজনের স্বীকারোক্তি নেন। বিষ প্রয়োগে মুরগির মৃত্যুর কারণে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেলিম মোল্লার স্ত্রী বলেন , শত্রুরা আমাদেরকে বিষ প্রয়োগে মারার পাঁয়তারা করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
Tags: সিদ্ধিরগঞ্জে