সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (৬ জুন) সোমবার সকাল ১১ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ‘তাজমহল চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে’ এই আলোচনা সভা করা হয়েছে।
এসময় আলোচনা সভার উদ্বোধন করেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া। দৈনিক যায়যায়দিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ ভূইয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, দৈনিক সকালের কাগজ সম্পাদক ও দৈনিক বর্তমান প্রতিনিধি আব্দুল হালিম নিশাণ, মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,জাতীয় লেখক সোসাইটির সভাপতি ও মানবাধিকার কর্মী কবি লুৎফুর রহমান সর্দার, আরটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপন,নারায়ণগঞ্জ সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিদিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি সাইফুল্লা খালিদ রাসেল,সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন,সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক সম্রাট আকবর, প্রকাশ সরকার সুমন, আবদুস সাত্তার, আরিফ, নাদিম সহ দৈনিক যায়যায়দিন সিদ্বিরগঞ্জ ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী তারিকুল ইসলাম, সদস্য আব্দুল জলিল,জয়নাল আবেদীন ভূইয়া,জাকির হোসেন, সাজ্জাদুল ইসলাম, মাসুমা খাতুন ও রেদোয়ান হোসেন ভূইয়া রিহাবসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যায়যায়দিনের সফলতা ও আগামী দিনের পথচলার শুভকামনা করেন।
Tags: সিদ্ধিরগঞ্জে