সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের মৌচাক মৎস্য আড়তের শুভ উদ্বোধন করা হয়। গতকাল রবিবার (৩১ জানুুয়ারি) বিকেল ৪ ঘটিকার সময় মৌচাক মৎস্য আড়তের শুভ উদ্বোধনের আয়োজন করা হয়েছে। এসময় অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রার্থনা জ্ঞাপন করে থাকেন।
মৌচাক মৎস্য আড়তের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকন বাবু, নাসিক ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল প্রার্থী ও আওয়ামীলীগ নেতা মো: আবুবকর সিদ্দিক আবুল,দেলোয়ার হোসেন দেলু, ধীরেন বাবু, হাকিম শাহ্, ফিরোজ শাহী, রহমত উল্লাহ্, রাসেল, ফজলুল হক, আমান, ইমরান প্রমূখ।
এ সময় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মৌচাক মৎস্য আড়তের উদ্বোধন করেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীসহ স্থানীয় রাজনৈতিক সকল শ্রেনীর গন্যমাণ্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। জানাগেছে মৌচাক মৎস্য আড়তের দোকান পজিশন ৭৩টির ব্যবস্থা রয়েছে। উক্ত অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।