সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলনির মনোয়ারা জুটমীল সংলগ্নে শিতালক্ষ্যা নদীর পাড়ে ভাই ভাইকে গুলি করে হত্যার চেষ্টায় এক জনকে গুরুত্বর ভাবে আহত করা হয়। গতকাল সোমবার (১১ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় সাহেব আলী(৩০) ও নূরুন্নবী(২৭) পিতা গিয়াস উদ্দিন দুই ভাই দীর্ঘ পরিকল্পনায় পরিত্যক্ত মনোয়ারা জুটমীলের লোহালঙ্কর চুরি হওয়া মালামালের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দের দায়ে। বড় ভাই সাহেব আলী ছোট ভাইকে প্রথমে দা দিয়ে কোপ এবং অবৈধ দেশীয় অস্ত্র দিয়ে পায়ে গুলি করেন।এমতাবস্থায় হত্যার চেষ্টার দায়ে ছোট ভাইয়ের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে বড় ভাই ঘটনাস্থল ত্যাগ করেন।
এলাকাবাসীর মতে, মূলত তাঁরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক নেশা খোর।বড় ভাইয়ের এহেন কর্মকান্ডে গুরুত্বর আহত নূরুন্নবীকে চিটাগাংরোড সুগন্ধ্যা হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে। ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন ডাক্তার। ডাক্তারের পরামর্শক্রমে ঢাকা মেডিকেল কলেজে নূরুন্নবী ভর্তিরত অবস্থায় আছেন বলে জানাগেছে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন শেষে। উপযুক্ত ভাবে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তাঁরা।