সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে আপন বড় ভাইকে পিটিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। জমি সংক্রান্ত বিরোধে পূর্বে থেকে হিংস্বাত্বক মনোভাব থেকে তুচ্ছ একটি পারিবারিক কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার (কাউন্সিলর রুহুল আমিন) বড় ভাই খোকন মোল্লা। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে উল্লেখ করে যে বসবাস রত ঘরে আগুন দেয়া হয়েছে বলে জানান রুহুল আমিনের বড় ভাই।
খোকন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তাদের। এরই ধারাবাহিকতায় গত বুধবার আমার মেয়ের ঘরের নাতনিকে চুলোয় আগুন পোহানো হচ্ছিল। রুহুল এসে গ্যাসের ঐ চুলো খুলে নিয়ে যায়। আমি গিয়ে এ বিষয়ে রুহুলকে জিজ্ঞেস করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়। পরে আমাকে বেধরক লাঠি দিয়ে মারধর করে এবং আমার ঘরে জানালা দিয়ে আগুন দেয়। তিনি আরো বলেন যে আমাকে মেরে আমার দুই হাটুর হাড় মচকে দিয়েছে আমি সোজা হয়ে দাড়াতে পারি না । আমি এর বিচার চাই এবং এই মারামারি ব্যাপারে থানায় গেলেও পুলিশ কোন আভিযোগ নেয়নী । আমি নিরাপত্তাহীনতাই দিন কাটাচ্ছি ওরা যে কোন সময় আমাকে হত্যা করতে পারে । তিন বলেন যে আমার বিরুদ্ধে যে আভিযোগ করেছে যে আমার মা কে মারধর করেছি সেটা সম্পর্ন মিথ্যা আমাকে ফাসানোর জন্য আমার ভাই কাউন্সিলর রুহুল আমিন মিথ্যা বানোয়াট কথা রটাচ্ছে।
এ বিষয়ে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, তার বড় ভাই খোকন মোল্লা দির্ঘদীন ধরে মাদকের সাথে সম্পৃক্ত।ঘটনার দিন সে তার মা’কে তেড়ে এসেছিল মারার জন্য।সে তার বর্তমান বসবাসের ঘরে মা’কে ঢুকতে দেয়না। সেখানে সে তার বউ এবংসন্তানদের নিয়েই থাকে। এর প্রতিবাদ জানিয়ে থানায় খোকন মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।