সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ পূর্ব পাইনাদী (সিআই খোলা) জমি সংক্রান্ত বিরোধের জের ধরিয়া মারধরের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার (১৭ ফেব্রæয়ারী) সকাল ৬ টার সময় কামাল হোসেনের জমি কাছে গেলে এ ঘটনা ঘটে। কামাল হোসেন ৫০ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন, এছাড়াও ৫/৬ জনের অজ্ঞাত নামা উল্লেখ করেন ,জিডি নং-৭৫৪।
তারা হলেন, মফিজুল ইসলাম মজুু (৩৫) পিতা:মৃত সাইজুদ্দিন ,শাহাবুদ্দিন (৪৫ )পিতা :রুহুল আমিন,অলিউল্লাহ (৪৫) পিতা: মৃত আঃজলিল,আহসান উল্লাহ (৪৫) পিতা :মৃত আঃজলিল , সর্ব সাং- পাইনাদী, সিদ্ধিরগঞ্জ ,নারায়নগঞ্জ।
কামাল হোসেন সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন,আমি সকালে আমার জমি দেখতে গেলে আমার উপরে উল্লেখিত কয়েকজন এলোপাতাড়ী ভাবে মারধর করে আমার থেকে একটি মোবাইল ও ২০ হাজার টাকা নিয়ে যায়।উক্ত বিবাদী গন বিভিন্ন সময়ে হুমকি ধামকী প্রর্দশন করে।
কামাল হোসেন জানান, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছে সাহাবুদ্ধিন এর সাথে ,মামলা নং ২৭৪/২০১৪ ইং সনে ১ম যুগ্ন জেলা জজ নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান,এমতাবস্থায় মামলা চলাকালীন সময়ে হঠাৎকরে জমিতে বালু ভরাট করা শুরু করে।আমি সকালে আমার জমিতে গেলে এলোপাতাড়ী কয়েকজন আমাকে মারধর করে। আমি গত কিছুদিন হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগও করি, আমার জমিতে সাহাবুদ্দিন বালু ভরাট করছে,এই অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে বালু ভরাট বন্ধ করে।