সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ইমন নামের একজন নিহত হয়।আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ নিহতের ঘটনায় তাঁর পরিবারের স্বজনরা সড়কপথ অবরোধ ও বিক্ষোভ করেছেন। এতে করে মহাসড়কে বেজায় যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় আরও একজন ইমনের ব্যক্তির মৃত্যু হয়। ইমন আদর্শনগর এলাকার মো. শাহ আলমের ছেলে।
এবিষয়ে ইমনের মা শাহিনুর বেগম জানান, দুই গ্রুপের সংঘর্ষে আমার ছেলে মারা গেছে। যারা আমার ছেলেকে মেরেছে তাঁরা হলো:- রাসেল, রাজু, স্বপন, আব্দুল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় ঘটনার সঙ্গে জড়িত। তিনি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিচারের দাবিতে বিকেলে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে নিহতের স্বজনরা। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেই বলে জানান।