সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের বৌ-বাজার পুল এলাকা হতে একজন পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেন র্যাব।গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১ ঘটিকার সময় র্যাব-১১’র একটি আভিযানিক দল বৌ-বাজার পুল সাত তলার মনার ফলের দোকানের সামনে চাঁদাবাজি করার সময় একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১১২০ টাকা, চাঁদা আদায়ের টোকেন এবং চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাহজাহান (২৭), জেলা নারায়ণগঞ্জ।
অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানাধীন বৌ-বাজার এলাকায় রাস্তায় চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০-২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ সম্রাট তালুকদার বলেন, প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।