সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে একজন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেন র্যাব।গত (৩ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১১’র একটি আভিযানিক দল সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়াড়ি সৈয়দ মোঃ মহসীন (৪৫)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানাধীন খড়মপুর এলাকার মৃত সৈয়দ মাহমুদের ছেলে। এ সময় তার দখল হতে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একজন অনলাইন জুয়াড়ি অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে নিয়মিত জুয়া খেলে আসছে।
র্যাব-১১ কর্তৃক নিবিড় গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে উক্ত অনলাইন জুয়াড়িকে সনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করেন।
জানা যায়, সরকার কর্তৃক অনুমোদনহীন ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন জুয়াড়িদের সাথে অনলাইনে জুয়া খেলে আসছিল। এই ধরনের অবৈধ অনলাইন জুয়াড়ি’দের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে বর্ণিত।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।