সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় সোনালী কিং মেগা মশার কয়েল কারখানা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং কয়েল কোম্পানিকে এক লক্ষ টাকা জরিমানা করেন। আজ মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ জেলা শাখার টিম ম্যানেজার আরিফুল ইসলাম নেতৃত্বে অভিযানে, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার ও পুলিশসহ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা ও কর্মচারীসহ উপস্থিত ছিলেন।দীর্ঘ দিন মিজমিজি অবৈধ ভাবে অনেক গুলো কয়েল কারখানা গড়ে উঠেছে। কয়েক দিন পর পর গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে কয়েল সোনালী কিং কারখানার মালিক আবারও গ্যাস সংযোগ দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এসব অবৈধ কয়েল উৎপাদন করে যাচ্ছে। সবচেয়ে বেশি নাসিক দুই ওয়ার্ডে এসব অবৈধ কয়েল কারখানা গড়ে উঠেছে বলে এলাকাবাসী জানান। এসব কয়েল কারখানা গুলো কোন ল্যাব পরীক্ষা নিরীক্ষা ছাড়া কেমিক্যাল মিশিয়ে কয়েল বানান বলে অভিযোগ এলাকাবাসীর।অবৈধ কয়েল সোনালী কিং কারখানা সরকারের অনেক টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। মালিক হারুনসহ যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন এলাকাবাসী।