সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে অবৈধ ২ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।গত শুক্রবার রাত ৯ টার দিকে তিতাস গ্যাস কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালায় তিতাস গ্যাস।এ সময় সিদ্ধিরগঞ্জ হাউজিং কমিটির সাধারন সম্পাদক জাবেদের ৪২০ ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন জব্দ করে।সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকউদৌলা ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে তিতাস গ্যাসের অভিযানিকদলকে আইনশৃঙ্খলারক্ষায় সার্বিক সহায়তা করেন।হাউজিংবাসীরা জানায়, হাউজিং কমিটির সাধারন সম্পাদক জাবেদ, মোস্তাফা, মুরগী লিটন, গনি, রফিকএর সহায়তায় রাতের অন্ধকারে অবৈধ দুটি গ্যাসের লাইন নেওয়ার জন্য পৃথক ২ টি ৪২০ ফুট গ্যাস পাইপ ফেলে গ্যাসের মূল পাইপ থেকে সংযোগ নেওয়ার সময় খবর পেয়ে স্থানীয় মিডিয়াকর্মী, থানা পুলিশ ও তিতাসগ্যাসের লোকজন ছুটে এলে জাবেদ তার লোকবলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।হাউজিংবাসীরা আরও জানায়, জাবেদের নেতৃত্বে হাউজিং এলাকায় কয়েক শত অবৈধ গ্যাস সংযোগ,দেওয়া হয়েছে। এলাকাবাসী আরও জানায়,প্রতিটি অবৈধ গ্যাস সংযোগের জন্য ২লাখ থেকে ৩ লাখ টাকা নিয়েছে জাবেদ।অবৈধ গ্যাস সংযোগ দিয়ে জাবেদ ও তার লোকবল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।