লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে। বিশেষ করে শিশু সাহিত্যে তিনি অসংখ্য শিক্ষনীয় ছড়া, কবিতা লিখেছেন। ‘চাঁদের হাট’ নামে শিশু সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিশু সাহিত্য চর্চা ও বিস্তারে অসামান্য অবদান রেখেছেন। মানবকল্যাণে তিনি যে অবদান ও আদর্শ রেখে গেছেন, তা নতুন প্রজন্মকে জানাতে হবে।
বিশিষ্ট শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিসংসদ বাংলাদেশ এর উদ্যোগে ১১ জানুয়ারি শনিবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘দাদু ভাই শিশু সাহিত্য উৎসব ২০২৫’ ও দাদু ভাই শিশু সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। রফিকুল হক দাদু ভাইয়ের জীবন-কর্ম ও আদর্শের ওপর আলোচনায় তিনি আরো বলেন, রফিকুল হক দাদু ভাইয়ের আদর্শ ও গুণাবলি আমাদের অনুস্মরণ ও অনুকরণ করতে হবে। তিনি রফিকুল হক দাদু ভাইয়ের প্রকাশিত ও অপ্রকাশিত রচনাবলি পুণরায় প্রকাশ করে ব্যাপক প্রচারের জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
দাদু ভাই শিশু সাহিত্য উৎসব ২০২৫ এর আহ্বায়ক শিশু সাহিত্যিক ইমরান পরশ ও সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনক এর সার্বিক তত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সুজন বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী, সাবেক সচিব আবৃত্তি শিল্পী শওকত আলী, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক প্রকাশক ডক্টর সৈয়দ রনো, কবি সংসদ বাংলাদেশের উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কবি আসাদ কাজল, স্মৃতি একাত্তরের সাংগঠনিক সম্পাদক মুর্শিদা ভূইয়া মীরা, কবি সংসদ বাংলাদেশের সম্পাদক মন্ডলীর যারা আলোচনায় অংশগ্রহণ করেন, কবি প্রদীপ মিত্র, সাহিত্য সম্পাদক কবি রলি আক্তার, সাংগঠনিক সম্পাদক কবি সুবর্ণা দাস, প্রচার সম্পাদক নিত্যানন্দ বিশ্বাস, প্রকাশনা সম্পাদক কবিওয়ালি জসিম, অর্থ দপ্তর সম্পাদক শিল্পী আক্তার, আজীবন সদস্য কবি বাপ্পি সাহা, এলিজা রহমান, কবি আরবি নুর লিমা, কবি অনন্ত রিয়াজ, কবি নাদিরা খানম, কবির হুমায়ুন, কবি পরিমল চন্দ্র অধিকারী, কণ্ঠশিল্পী মামুন, কবি শ্যামলী মন্ডল, গাজী নাজনীন, কবি মজহারুল হান্নান, কবি শেখ আব্দুল হক চাষী ও কবি রবিউল মাশরাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া। আলোচনা শেষে দাদু ভাই শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর রফিকুল হক দাদু ভাই সাহিত্য পুরস্কার পেয়েছেন, শিশু সাহিত্যিক কাইজার চৌধুরি, শিশু সাহিত্যিক ইমরান পরশ, ছড়াকার জিল্লুর রহমান জিল্লু, কবি সুবর্ণা দাস, ও নাদিরা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া। আলোচনা শেষে দাদু ভাই শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর রফিকুল হক দাদু ভাই সাহিত্য পুরস্কার পেয়েছেন, শিশু সাহিত্যিক কাইজার চৌধুরি, শিশু সাহিত্যিক ইমরান পরশ, ছড়াকার জিল্লুর রহমান জিল্লু, কবি সুবর্ণা দাস, ও নাদিরা খানম।