নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার ১২ নম্বর খালপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাউজ বিল্ডিং মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের এক নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিদান। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন যখন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়নের পথে, ঠিক তখনই সাম্প্রদায়িকতার কালো থাবা দিয়ে আবারো দেশব্যাপী দাঙ্গা-হাঙ্গামা শুরু করেছে বিএনপি-জামায়াত চক্র। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। এসময় তারা সন্ত্রাস বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সিফাত আলম ভূঁইয়া, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন অভি, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ রাহাত সহ আরো অনেকে।