মঞ্জুরুল ইসলাম মঞ্জু,লালমনিরহাট◊◊
লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে ভালবাসার উষ্ণতা নিয়ে মানবতার সেবায় শীতার্ত, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
গতকাল (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে প্রায় শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ. রাশেদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি এটিএম মুসা শামীম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফরাদুলসহ তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।