ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সাবেক স্ত্রীর উপর অভিমান করে ইমরান মিয়া (৩৫) নামের এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে। তিনি পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ড এর লালমাটি পূর্বপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
গতকাল সোমবার (১৩ জুন) সন্ধায় নিহতের নিজ বাড়িতেই আত্মহননের এই ঘটনাটি ঘটে।
আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে পাওয়া যায় ভিন্নরকম কিছু ঘটনা। নিহত ইমরানের সাথে কয়েক বছর পূর্বে ৩ সন্তানের জননী এক মহিলার বিয়ে হয়েছিল এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির কারণে এপর্যন্ত তাদের দুইবার তালাকও হয়েছিল। কিন্তু এতকিছুর পরও সে পুনরায় অর্থাৎ তৃতীয় বারের মতো সাবেক স্ত্রীকে নিয়েই ঘর বাঁধতে চায়। আর এই দুর্ঘটনার সূত্রপাত হয় তারপর থেকেই।
খবর নিয়ে জানা গেছে, ঘটনার দিন সোমবার দুপুরে মাদক সেবক করার অপরাধে তাকে আটক করেছিল পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা অর্থদন্ড করে শুধরানোর সুজুক করে দিয়ে ছেড়েও দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। এরপর বিকেল বেলা থানায় তার পরিবার ও সাবেক স্ত্রীর পরিবার ঘোড়াঘাট থানায় বসেছিল পুনরায় তাদের সংসার বাঁধানোর জন্য। কিন্তু সেই আলোচনায় নিহত ইমরানের সাবেক স্ত্রী আর কখনও তাকে বিয়ে করবেন বলে সাফ জানিয়ে, সেকারণে ইমরান অভিমান করে বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, দায়িত্বরত চিকিৎসক ডাঃ রুপম কুন্ড তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হবে।