মো.মহসিন রেজা, শরীয়তপুর।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন সম্পন্ন।
শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. কে এ জলিল ২ এপ্রিল শনিবার ঢাকায় তার নিজ বাসায় বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরন করেন।
রোববার ৩ এপ্রিল বাদ যোহর ভোজেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃতুকালে তার বয়স হয়েছিল (৮৬) বছর, তিনি তিন ছেলে ও দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ডা. কে এ জলিল ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। যার মধ্যে কে এ জলিল উচ্চ বিদ্যালয়, উপসী মহাবিদ্যালয় স্থাপিত করেন। এছাড়া দন্ত চিকিৎসায় তার ব্যাপক সুনাম ছিল।
বর্নাঢ্য এই রাজনীতিবিদের জানাজায়
জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম,সহ-সভাপতি আব্দুস সালাম শাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।